AmaderBarisal.com Logo

মনপুরায় লকডাউন ঘোষণা করা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান


আমাদেরবরিশাল.কম

২২ মে ২০২০ শুক্রবার ১১:০৬:৩৯ অপরাহ্ন

মাহাবুবুল আলম শাহীন, মনপুরা(ভোলা) প্রতিনিধি।

ভোলা জেলা মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব
অলিউল্লাহ কাজল খাদ্য সামগ্রীর তাঁর ইউনিয়নের লকডাউন করা ১২টি পরিবারের
মধ্যেই নিজেই পৌঁছে দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত(১৪)মে ঢাকার আশুলিয়া থেকে মনপুরার দক্ষিন
সাকুচিয়ায় আসেন আজাদ। পরে তাকে নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়।
১৭ই মে নমুনার ফলাফলে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সেই
আজাদের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ায় মনপুরা উপজেলা প্রশাসন থেকে ওই
বাড়ি ১২টি ঘর লকডাউন করা হয়।
এতে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাদের যাতায়াত বন্ধ হয়ে
যায়। ফলে বাড়িতে অবস্থানকারীদের খাদ্যসামগ্রী পৌঁছানো নিয়ে সংকট দেখা
দেয়।
আজ (২২)মে সকাল ১০টায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত
খলিফা বাড়িতে লকডাউন কৃত পরিবারের মাঝে চাউল ২৫কেজি, সয়াবিন ১লিটার,
পেঁয়াজ ১কেজি, লবন ১কেজি, সাবান ২পিস, আলু ২কেজি, মশারী ডাল ২কেজি
বিতরণ করা হয়।
এই সময় মনপুরা আ্#৩৯;লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজলের সাথে দক্ষিণ
সাকুচিয়া সংরক্ষিত নারী সদস্য রাবিয়া বেগম, সমাজ সেবক মফিজ খলিফা
প্রমূখ উপস্থিত ছিলেন।সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।