ভোলার তজুমদ্দিন উপজেলায় এই প্রথম ঢাকার থেকে আসা এক এনজিও কর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি ৭ দিন আগে ঢাকা থেকে তজুমদ্দিন আসেন। এ নিয়ে জেলায় ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। শুক্রবার (২৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হোসেন।
তিনি বলেন, করোনা উপসর্গ না থাকলেও ঢকা ফেরত হওয়ায় ওই এনজিও কর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জেন্য ১৮ মে ঢাকা ল্যাবে পাঠানো হয়। এর পর ২২ মে রাতে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। করোনা আক্রান্ত ওই এনজিও কর্মী সুস্থ্য থাকলেও তাকে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হবে বলে জানান তিনি। এদিকে এ ঘটনায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লার পুকুরপার এলাকার মান্নান কারীর বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন করেছে বলে তিনি নিম্চিত করেন। করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লালমোহন। তিনি তজুমদ্দিনে শশুর বাড়ি ঈদ উদযাপন করার উদ্দেশ্যে আসেছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফেসবুকে ‘ফ্রেন্ড’, সাড়ে ৪ মাস পর কিশোরী উদ্ধার
প্রফেসর হানিফের মরদেহে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা