পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় নিয়ে বরিশাল জেলা প্রশাসন বিভিন্ন দিক-নির্দেশনা জারি করেছে।
করোনা প্রাদুর্ভাব রুখতে গৃহীত নির্দেশনাগুলো আজ শুক্রবার জেলার সব মসজিদ পরিচালনা কমিটির কাছে চিঠি আকারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনায় রয়েছে, ঈদগাহের পরিবর্তে এবারের ঈদের নামাজ মসজিদে স্বাস্থ্য বিধি মেনে পড়তে হবে। মুসল্লিদের সুবিধার্থে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত কল্পে স্বল্প পরিসরে প্রতিটি মসজিদে একাধিক জামাতের আয়োজন করতে হবে। আলাদা আলাদা জামাতের জন্য প্রতিটি মসজিদে একাধিক ইমাম নির্ধারণ করার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া মুসল্লিদের বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতে বলাসহ পরিচালনা কমিটিকে মসজিদের প্রবেশমুখে সাবান/হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
মসজিদের ভেতরে কার্পেট বিছানো যাবে না, মুসল্লিরা বাড়ি থেকে জায়নামাজ নিয়ে আসবেন এবং শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের মসজিদে আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে নির্দেশনায়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফেসবুকে ‘ফ্রেন্ড’, সাড়ে ৪ মাস পর কিশোরী উদ্ধার
প্রফেসর হানিফের মরদেহে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা