আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহয়তা দিয়েছে কোষ্ট গার্ড
বিশেষ প্রতিবেদক।
সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে পটুয়াখালীর মহিপুরের নিজামপুর কোষ্টগার্ড।
শুক্রবার সকাল ১০ টায় সামাজিক দূরত্ব বাজায় রেখে উপকূলীয় প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট অফিসার (সিপিও) মোঃ নাজমুল আহম্মেদ সহ ক্যাম্পের অন্যতম সদস্যরা।
এসময় নাজমুল আহম্মেদ বলেন, দূর্গতদের মাঝে আমাদের ত্রাণ সামগ্রী বিতরন অব্যহত থাকবে এর আগেও আমরা করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় খাদ্য সহায়তা প্রদান করেছি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)