AmaderBarisal.com Logo

গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় করোনায় আক্রান্ত ৫৫জন,সুস্থ হয়েছেন ২৩ জন ও মৃত্যুবরন করেছে ১ জন


আমাদেরবরিশাল.কম

৩০ জুন ২০২০ মঙ্গলবার ১:২১:৪৭ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদকঃ

গত চব্বিশ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ৫৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৫৫ জন সহ অদ্যাবধি এ জেলায় ১৫১৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

গত চব্বিশ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত ২৩ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ২৯৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত চব্বিশ ঘন্টায় এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। অদ্যাবধি এ জেলায় ২৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বানারীপাড়া উপজেলার ০১ জন নার্সসহ ০৪ জন, উজিরপুর উপজেলার ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৩ জন, জেলা পুলিশের ০৩ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত সদর রোড এলাকার ০৫ জন, নথুল্লাবাদ এলাকার ০২ জন, পুলিশ লাইন ও ব্রাঞ্চ রোড প্রত্যেক এলাকার ০১ জন করে ০২ জন সহ ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বানারীপাড়া উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত আলেকান্দা এলাকার ০৩ জন, ভাটিখানা, সাগরদী, নবগ্রাম রোড, কাউনিয়া প্রত্যেক এলাকার ০২ জন করে ০৮ জন, ২৪ নং ওয়ার্ড, ব্যাপ্টিস্ট মিশন রোড, সদর রোড, নতুন বাজার, হসপিটাল রোড, রুপাতলি, আমানতগঞ্জ, লাইন রোড, নিউ সার্কুলার রোড, ২৭ নং ওয়ার্ড, আমির কুটির, পুলিশ লাইন, চকবাজার প্রত্যেক এলাকার ০১ জন করে ১৩ জন, পিডিবিতে কর্মরত ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০২ জন সদস্য, জেলা পুলিশের ০২ জন সদস্য, রেঞ্জ পুলিশে কর্মরত ০২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন চিকিৎসক, সদর জেনারেল হাসপাতালের ০১ জন স্টাফ, সদর উপজেলাধীন ০১ জন স্বাস্থ্য সহকারী সহ মোট ৩৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৬৪ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১১৬৭ জন, উজিরপুর উপজেলায় ৬৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৪১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২৮ জন, হিজলা উপজেলায় ১৭ জন, বানারীপাড়া উপজেলায় ৩৮ জন, মুলাদী উপজেলায় ৩৫ জন, গৌরনদী উপজেলায় ৪৪ জন, আগৈলঝাড়া উপজেলায় ১৫ জন করে মোট ১৫১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গত ২২ জুন তারিখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মেহেন্দীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অদ্যাবধি জেলা প্রশাসনের ০২ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।

গত ২২ জুন তারিখে হিজলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০১ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন।

২৭ জুন বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত ০১ জন কর্মচারী ও জাহাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, ০২ জন ইউনিয়ন পরিষদ সচিব, জাহাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের ০১ জন গাড়িচালক ও ০১ জন কর্মচারীসহ অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৭ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

শনাক্ত হওয়াদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন চিকিৎসক, সদর জেনারেল হাসপাতালের ০১ জন স্টাফ, সদর উপজেলাধীন ০১ জন স্বাস্থ্য সহকারী, বানারীপাড়া উপজেলার ০১ জন নার্সসহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ২০০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।