AmaderBarisal.com Logo

বরিশাল বোর্ডে সেরা বিশে পটুয়াখালীর তিন কলেজ


আমাদেরবরিশাল.কম

১৮ জুলাই ২০১২ বুধবার ৯:১৫:০৮ অপরাহ্ন

পটুয়াখালী, ১৮ জুলাই (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় পটুয়াখালী জেলার তিনটি কলেজ স্থান করে নিয়েছে।

কলেজ তিনটি হচ্ছে- সদর উপজেলার মৌকরন বিএলপি কলেজ (বরিশাল শিক্ষাবোর্ডে ৬ষ্ঠ), গলাচিপা উপজেলার গলাচিপা ডিগ্রী কলেজ (বরিশাল শিক্ষাবোর্ডে ১১তম) ও সদর উপজেলার সরকারী মহিলা কলেজ (বরিশাল শিক্ষাবোর্ডে ১৯তম)।

এরমধ্যে ৬ষ্ঠতম স্থান পাওয়া মৌকরন বিএলপি কলেজে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে। এ কলেজে ১৫৪ জন পরীক্ষায় অংশগ্রহন করে সবাই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ২০জন।

১১তম স্থান অধিকারী গলাচিপা ডিগ্রী কলেজে ৪১৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এবং ৩৪৮জন পাশ করে। এর মধ্যে জিপিএ ৫পেয়েছে ২৯জন। এ কলেজে পাসের হার শতকরা  ৮৩ দশমিক ৬৫ ভাগ।

১৯তম স্থানে পটুয়াখালী সরকারী মহিলা কলেজ। এ কলেজে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ২৮০জন শিক্ষার্থীর মধ্যে ২২৪জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০জন। পাসের হার শতকরা ৮০ ভাগ।

মৌকরন বিএলপি কলেজের প্রভাষক পারভীন হোসেন সীমা আমাদের বরিশাল ডটকমকে জানান, গত বছরেও এইচএসসি’র ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে সেরা ২০এর মধ্যে তাদের কলেজ নবম হয়েছিল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও তাদের কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলের এ ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।