Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২০ ৪:৪৮ অপরাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » জাতীয়, সংবাদ শিরোনাম » আ’লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বপেয়েছেন- আমির হোসেন আমু।
৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার ১২:২৯:২২ পূর্বাহ্ন
Print this E-mail this

আ’লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বপেয়েছেন- আমির হোসেন আমু।


ই.এইচ সুজন, বিশেষ প্রতিনিধি:

জননেতা আমির হোসেন আমু।

আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বপেয়েছেন- আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ঝালকাঠি-২  (নলছিটি-ঝালকাঠী) আসনের সংসদ সদস্য আমির হোসেনআমু। 

আজ ৮ জুলাই, ২০২০ (বুধবার) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। ওবায়দুলকাদের বলেন, ১৪ দলের শরীক দলসমূহের নেতাদের সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা- আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। আমির হোসেনআমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।  গত ১৩ জুন মারা যান আওয়ামীলীগের সভাপতিমণ্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।তার মৃত্যুর পর আওয়ামী জোটের এ গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়। এখন মোহাম্মদ নাসিমের স্থলাভিষিক্ত হলেন এই রাজনীতিবিদ। জোট সরকারের আমলে ২০০৪ সালের নভেম্বরে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগেরনেতৃত্বে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়। শুরুতে এই জোটের সমন্বয়ক ছিলেন আব্দুল জলিল। এরপর  আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলটির প্রবীণ  নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি কয়েকটি বৈঠকও করেন।বার্ধক্যজনিত কারণে  সাজেদা চৌধুরী  প্রায়ই অসুস্থথাকায়  মুখপাত্র হিসেবে দায়িত্ব  পেয়েছিলেন মোহাম্মদ  নাসিম।  বর্তমানে এইজোটে আওয়ামী লীগ ছাড়াও অন্য দলগুলো হলো ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ জাসদ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ(একাংশ),  জাতীয় পার্টি (জেপি) ও তরিকত ফেডারেশন।

আওয়ামী লীগ’র উপদেষ্টা মন্ডলীর সদস্য,বর্ষিয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমু, (এম.পি) কে বাংলাদেশ আওয়ামী লীগে’র নেতৃত্বাধীন ১৪ দলের মূখপাত্র হিসেবে দায়িত্ব ভার পাওয়ায়, ঝালকাঠী জেলার বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে আমির হোসেন আমুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিজ্ঞতার আলোয় উদ্ভাসিত বর্ষিয়ান এ নেতাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন সুশীলসমাজের নেতৃবৃন্দ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে অভিন্ন আইন হচ্ছে
করোনার টিকা পাবে বাংলাদেশও, ২৫৪ টাকায় ডোজ
করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯০৭
শতবর্ষে প্রত্যয় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের রায় কার্যকর করা
করোনায় ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৪৮৭
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com