![]() বানারীপাড়ায় পিস্তল গুলি ও ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেলকে গ্রেফতার করেছে র্যাব
৩১ জুলাই ২০২০ শুক্রবার ৮:২৪:০৯ অপরাহ্ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ ![]() ![]() বরিশালের বানারীপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেলকে(৩৫) পিস্তল,গুলি ও ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব)। ৩০ জুলাই বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বানারীপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ডের বাড়িতে বরিশাল র্যাব-৮’র সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ও র্যাবের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল,৩ রাউন্ড গুলি,ম্যাগজিন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৩১ জুলাই শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তাকে বানারীপাড়া থানায় সোপর্দ করে বরিশাল র্যাব-৮’র ডিএডি নুর ইসলাম বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। প্রসঙ্গত ল্যাংটা সোহেল দীর্ঘদিন ধরে পৌর শহরের ১ নং ওয়ার্ডের বাড়িতে বসে অবশেষে সুচতুর শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেল র্যাবের হাতে গ্রেফতার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||