পূর্ব বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে তুলে নিয়ে ঘন্টাব্যাপি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুজন তালুকদারের বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুর বারোটার দিকে কেশবপুর কলেজ এলকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় যুবলীগ নেতা রফিকুলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জেরে একই দিন দুপুর দুইটার দিকে যুবলীগ নেতার অনুসারীরা স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন হাওলাদার ও তার সাঙ্গপাঙ্গদের মারধার করলে বশির ও ইব্রাহিম নামে দুইজন গুরুতর আহত হয়। এদের বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে যুবলীগ নেতা রফিকুল ইসলাম মটরসাইকেল যোগে কেশবপুর কলেজের পাশ দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন তালুকদার ও তার ছোট ভাই রুমন তালুকদার নেতৃত্বে ৫-৭ জন মিলে রফিকুলের গতিরোধ এলাপাতাড়ি পিটিয়ে জখম করে। এরপড় রফিকুলকে তুলে কেশবপুর কলেজের একটি কক্ষে নিয়ে ব্যাপক নির্যাতন করে। এ সময় রফিকুলের হাত-পায়ের বিভিন্ন অংশে থেতলে গিয়ে রক্তাক্ত হয়। একপর্যায়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করেন। এই ঘটনার জের ধরে ওই দিন দুপুর দেড়টার দিকে আহত রফিকুল ইসলামের অনুসারিরা কেশবপুর বাজারে গিয়ে যুবলীগ নেতা সুজন তালুকদারের অনুসারি যুবলীগ নেতা বশির আহম্মেদ ও ছাত্রলীগ নেতা ইব্রাহিমসহ ৮-১০ জনকে মারধর করে। এদের মধ্যে আহত বশির ও ইব্রাহিমকে বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন তালুকদারের সাথে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, এলাকার পরিবেশ পুলিশের নিয়ন্ত্রনে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষ্ণ কর্মকার
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঝালকাঠি মহাসড়কের ৪১ টি বেইলি সেতু এখন মরন ফাঁদ, প্রতিনিয়ন ঘটছে দুর্ঘটনা
টেনিসে আগ্রহ বাড়ছে ঝালকাঠির মেয়েদেরঃ দেশ সেরা হলেন সুস্মিতা
পৌরসভা নির্বাচন: ভোলার দুটি পৌরসভায় হ্যাটট্রিক জয়ের আশায় আওয়ামী লীগ
বরিশালে জমিসহ ঘরের কাগজ পেয়ে খুশী ১০০৯ পরিবার
চরফ্যাশনে ১২কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক ম্যানেজার রেজাউলের বিরুদ্ধে