AmaderBarisal.com Logo

আজ বাউফলে ১৯ গ্রামে ঈদ উৎসব পালিত


আমাদেরবরিশাল.কম

৩১ জুলাই ২০২০ শুক্রবার ৮:৪৪:৫০ অপরাহ্ন

কৃষ্ণ কর্মকার,বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় আজ শুক্রবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ১৯ গ্রামের প্রায় ২২
হাজার মুসলিম তাদের পবিত্র এ উৎসব উদ্ধসঢ়;যাপন করেছেন। সৌদিআরবের
সাথে সমন্বয় রেখে জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরিফ
এলাহাবাদ চন্দনাইস চট্রগ্রাম এর অনুসারীরা প্রতি বছর ১দিন আগে
তারা ঈদ উৎসব পালন করেন।
সকাল সারে আটটায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় শাপলাখালি
মাদ্রাসা সংলগ্ন শাহসূফী মমতাজিয়া জামে মসজিদে। ওই নামাজে
খুতবা প্রদান করেন শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার
মাওলানা মুহাম্মদ আবু সাইদ চৌধুরী। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা
সাহাবুদ্দিন জানান, হানিফী মাযহাবের মতে শাওয়াল মাসের চাঁদ পশ্চিম
আকাশে দেখা দিলে উহার সংবাদ পূর্বপ্রান্তে এসে পৌছাইলে সকলের জন্য
ঈদ করা ওয়াজিব হয়ে যায়। এ ছাড়াও উপজেলার বগা, বানাজোরা,
বামনিকাঠী, ধাউড়াভাঙ্গা, চাঁদপাল, সাবপুরা, রাজনগর, শাপলাখালী
(পুরাতন), শাপলাখালী (নতুন), কনকদিয়া, সূর্দী, দ্বিপাশা, গোসিংগা,
মদনপুরা, চন্দ্রপাড়া, মাঝপাড়া, তাঁতেরকাঠী ও কাশিপুর গ্রামের পরিবারগুলো
আজ পবিত্র ঈদুল আযহা উৎসব পালন করেছেন।
কৃষ্ণ কর্মকারসম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।