AmaderBarisal.com Logo

ভোলায় আরো ১৩ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫৪১


আমাদেরবরিশাল.কম

৩ আগস্ট ২০২০ সোমবার ৩:৫২:৩১ অপরাহ্ন

অচিন্ত্য মজুমদার, ভোলা।।

ভোলায় নতুন করে আরো ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৭ জন, একজন চরফ্যানশন, ৩ জন লালমোহন ও ২ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৪১ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। আজ সোমবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫৪১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ২৫২ জনের মধ্যে সুস্থ ১৭৪ জন। দৌলতখানে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ৩১ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৬৭ জনের মধ্যে সুস্থ ৪৭ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪২ জনের মধ্যে সুস্থ ২৯ জন, লালমোহনে আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৩৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৫৫ জনের মধ্যে সুস্থ ৩৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ২২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৪ হাজার ৫৮৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, বরিশাল ও ভোলা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৪ হাজার ৫৭৯ জনের। এছাড়া ৭ জনের রির্পোট এখনো অপেক্ষমান আছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।