AmaderBarisal.com Logo

পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ইউপি সদস্য গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১৪ আগস্ট ২০২০ শুক্রবার ১:০৮:১৮ পূর্বাহ্ন

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে জমি নিয়ে বিরোধে এক ব্যবসায়ীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান বলে জানান পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল।

নিহত মিজানুর রহমান (৪৮) পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রাজ্জাক বেপারীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

নিহত মিজানুরের মামা কাজী শাহাদাত হোসেন জানান, পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামের এক জমি নিয়ে চরপুখুরিয়া গ্রামের ইউপি সদস্য রাজ্জাক বেপারীর সাথে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে সেই জমিতে মিজানুর চাষ করতে গেলে রাজ্জাক ও তার লোকজন হামলা চালিয়ে তাকে কোপায়।

গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে তাকে নিয়ে যায় স্থানীয়রা। মিজানুরের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মিজানুর মারা যান বলে জানান তিনি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।