করোনা ভাইরাসের কারণে এবার বাতিল হয়ে গেলো চলতি বছরের এশিয়ার দ্বিতীয় সারির ফুটবল প্রতিযোগিতার এএফসি কাপের আসর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই ঘোষণা দেয় এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
র আগে গত মার্চে করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয় এএফসি কাপ। তবে ফের শুরু হওয়ার কথা থাকলেও ভেন্যু জটিলতার কারণে আসর বাতিল হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই আশঙ্কায় সত্যি হলো। অনলাইনে এক নির্বাহী সিদ্ধান্ত হয়, চলতি বছরের এএফসির আসর বাতিল করার।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানায়, ‘করোনা ভাইরাসের কারণে ও ভেন্যু জটিলতার পরিপ্রেক্ষিতে নির্বাহী কমিটি রাজি হয়েছে ২০২০ সালের এএফসির আন্তঃঅঞ্চলের আসর বাতিল করার। ’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিজয়ের মাসে জয়ের মধ্য দিয়ে বানারীপাড়ার ফ্যালকন ক্রিকেট টিমের যাত্রা শুরু
কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা আর নেই
‘অনভিজ্ঞ’ ফরচুন বরিশালকে নিয়েই ভিন্ন পরিকল্পনায় তামিম