AmaderBarisal.com Logo

বরিশালে বিআরটিএ’র সেবা সপ্তাহ শুরু


আমাদেরবরিশাল.কম

২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার ৭:৩৮:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের মতো বরিশালেও শুরু হয়েছে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ।    

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) বরিশালের বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মোঃজিয়াউর রহমান, সহকারী পরিচালক প্রকৌশলী মো. আতিকুল আলম।  
 
এ বিশেষ সেবা উপলক্ষে একটি বুথের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়ার পাশাপাশি বিআরটিএ’র অন্য কার্যক্রম এ সেবার আওতায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।   

রোববার সকাল থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।  



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।