AmaderBarisal.com Logo

নূরসহ ৫ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে বরিশালে মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার ৭:৫৭:১০ অপরাহ্ন

নগর প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নূরুল হক নূরুসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ বরিশাল মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন প্রদর্শন করেন তারা। 

মহানগর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর যুব অধিকার পরিষদের সহ-সমন্বয়ক রফিকুল ইসলাম, মহানগগর ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়াক লিমন হোসেন ও বিএম কলেজ ছাত্র নেতা মামদুদ তালুকদারসহ অন্যান্যরা। 

বক্তারা ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরসহ ছাত্র অধিকার পরিষদের ৫ নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ সকল ধরনের হয়রানি বন্ধের দাবি জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।