ভোলায় ব্যতিক্রমী আয়োজনে চরবাসীদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
অচিন্ত্য মজুমদার, ভোলা।।
ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনের দুর্গম চর কচুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে সহস্রাধিক চরবাসীকে নিয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন নানা উৎসবের আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল চরের শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা, খাবার ও শাড়ি-লুঙ্গি বিতরণ এবং দোয়া ও মিলাদ মাহফিল।
এ উৎসবকে ঘিরে চরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ বিরাজ করে। এ সময় সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন বলেছেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন চরাঞ্চলের কোন মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই লালমোহন তজুমদ্দিনের বিভিন্ন চরে আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এখন আর কোন মানুষ এসব এলাকায় কেউ নেই।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পোশাকের শোরুমে লুটপাট, আটক ৫
৭ মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী
বরিশালে মুজিববর্ষ উপলক্ষে দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ