AmaderBarisal.com Logo

আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সুস্থ্যতা কামনায় আগৈলঝাড়ায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত


আমাদেরবরিশাল.কম

১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার ১:৫১:৩৩ পূর্বাহ্ন

মাহাবুবুল ইসলাম,আগৈলঝাড়া প্রতিনিধিঃ

বরিশাল-১ গৌরনদী ও আগৈলঝাড়া আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী মর্যদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক, আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র দ্রুত সুস্থ্যতা ও আশু রোগ মুক্তি কামনায় আগৈলঝাড়া আওয়ামী লীগ ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বুধবার বিভিন্ন মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ মঙ্গলবার রাত নয়টার দিকে আকস্মিক অসুস্থ হয়ে পরলে তাকে তাৎক্ষনিক ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত সচিব মোঃখায়রুল বাশার জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আকস্মিক তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রæত তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎকেরা জানিয়েছেন তিনি স্ট্রোক করেছেন, হার্টের সমস্যা রয়েছে। পরীক্ষায় তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

তার চিকিৎসার জন্য সার্বক্ষনিক মনিটরিং করছেন চিকিৎসকেরা। বর্তমানে তার আশু রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার। উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হেমায়েত সরদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশ্রাফুল আলম দুলালসহ মুসুল্লিরা। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা ফজলুল হক। এছাড়া উপজেলা হাসপাতাল জামে মসজিদে দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন, সাংবাদিক এস এম শামীমসহ প্রমুখ।সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।