AmaderBarisal.com Logo

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার ২:৩৮:৪৩ পূর্বাহ্ন

মোঃ আঃ রহিম রেজা,ঝালকাঠি প্রতিনিধিঃ

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় কাঁঠালিয়া উপজেলাকেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সামাজিক সংগঠন দুরন্ত ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়। এ সময় সংগঠনটির সদস্যরা চোখে কালো কাপড় বেধে ধর্ষণের প্রতিবাদ জানায়। এছাড়াও প্রতিবাদমুলক নানান প্লেকার্ড হাতে নিয়ে তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন সাদিয়া জাহান মনি, সোয়েবুজ্জামান তিতাস, তাসনিম আহম্মেদ তুর্জ। বক্তারা সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ জানান। ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন ও রায় কার্যকরের দাবি জানান তারা।সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।