AmaderBarisal.com Logo

দৌলতখানে পুলিশের ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ


আমাদেরবরিশাল.কম

১৭ অক্টোবর ২০২০ শনিবার ৩:৩৭:১৭ অপরাহ্ন

মোঃ সোহেব,দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধ জনসচেতনতা তৈরির লক্ষে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠি হয়েছে। আজ শনিবার (১৭অক্টোবর) সকাল ১০ টায় দৌলতখান
থানা পুলিশের উদ্দ্যোগে দৌলতখান সৈয়দপুর ইউনিয়নে ঘোষেরহাট বাজারে ধর্ষণ ও নারী নির্যাতণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ গ্রহণ করেন জন প্রতিনিধি ,শিক্ষক, শিক্ষার্থী,এনজিওকর্মী, ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সমাবেশে শেষে সৈয়দপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতণ বিরোধী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, ও লিফলেট ,প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয় আসার আহবান জানান।

এসময় দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, দেশের সামাজিক শৃঙ্খল এবং জনগনের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পাল করছে পুলিশ। দেশের সেবা ও জনগনের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগনের পাশে রয়েছে পুলিশ।

সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএস ভুট্টু তালুকদার,দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাফিজল হক, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলাউদ্দিন, বিভিন্ন এনজিওর
সংস্থার কর্মীগন, ও ইউনিয়ন পরিষদের সচিবসহ পরিষদের সদস্যবৃন্দসহ প্রমুখ।সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।