AmaderBarisal.com Logo

কাউখালীতে পূজা মন্দিরে দুঃস্থ কল্যাণ সংস্থার অনুদান


আমাদেরবরিশাল.কম

১৮ অক্টোবর ২০২০ রবিবার ১০:২০:৩৯ অপরাহ্ন

রবিউল হাসান রবিন,কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ

পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এম,পির প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন মুলক সংস্থা দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে,এস)এর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০টি মন্দিরে নগদ অর্থ বিতরণ করা হয়। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুদান বিতরণ করা হয়।

এ উপলক্ষে রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জেপি’র সাধারন সম্পাদক শাহ আলম নসুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী থানা অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ.সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক কামরুজ্জামান মিঠু,ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল,কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার. সাধারন সম্পাদক সুব্রত রায়. জেপি নেতা যুগ্ন-সাধারন সম্পাদক বজলুর রহমান নান্নু, যুব সংহতীর সভাপতি জিয়াউল হাসান জুয়েল,সাধারন সম্পাদক নুরুজ্জামান মনু,মহিলা পার্টির সভাপতি আফরোজা সনু,সাধারন সম্পাদক সীমা আক্তার ছাড়াও সকল মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউখালী উপজেলার ২৫টি শারদীয় দুর্গা পূজা মন্দিরে এবং ১৫টি জগদ্ধাত্রী পূজা মন্দিরসহ মোট ৪০টি পূজা মন্ডপে অনুদানের টাকা বিতরণ করা হয়।সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।