পটুয়াখালীর রাঙ্গাবালীতে রিপা বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার জুগির হাওলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রিপা জুগির হাওলা গ্রামের জহির খন্দকারের মেয়ে। তিনি একই গ্রামে মৃত বারেক প্যাদার ছেলে ফরিদ প্যাদার স্ত্রী।
জানা গেছে, পারিবারিক অভাব-অনটনের কারণে ঢাকায় দিনমজুরের কাজ করতেন ফরিদ। আর রিপা তার বাবার বাড়িতেই থাকতেন।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে ফরিদ এলাকায় এসে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এ সময় শাশুড়ির কাছে কিছু টাকা চেয়েছিল ফরিদ। টাকা না দেওয়ায় শুক্রবার (অক্টোবর) সকালে কাউকে কিছু না জানিয়ে স্ত্রীকে রেখে ফরিদ তার নিজ বাড়িতে চলে যান। পরে বিকেলেই ফরিদের কাছে চলে আসেন স্ত্রী রিপা। ওইদিন রাত ১০টার দিকে বিষপান করেন রিপা। পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বোয়ালিয়া স্পিডবোট ঘাটে পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোস্তফা কামাল জানান, স্বামীর সঙ্গে অভিমান করে রিপা বিষপান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রকৃত ঘটনা জানা যাবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)