AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে স্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মানে ওরিয়েন্টাল গ্রæপের জমি দান


আমাদেরবরিশাল.কম

২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার ২:২৮:০৪ অপরাহ্ন

সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি গ্রামের ওরিয়েন্টাল গ্রুপের স্বত্বাধিকারী এস আলম তার পৈতৃক জমি থেকে স্থায়ী পুলিশ ফাঁড়ি ও বিট পুলিশিং কার্যালয়ের জন্য জমি দান করেছেন। বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ৬ টি ইউনিয়নের জনসংখ্যা, অপরাধ প্রবণতা ইত্যাদি বিবেচনায় ইতিমধ্যে এ উপজেলায় প্রতিটি ইউনিয়নে বিট অফিস স্থাপন করা হয়েছে। এ কার্যক্রমের আলোকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি গ্রামের একই বাসিন্দা ও প্রথম সারির ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্টাল গ্রæপের স্বত্বাধিকারী সমাজ সেবক এস আলম তার পৈতৃক জমি থেকে ২৮ শতাংশ জমি বিট পুলিশিং কার্যালয়ের জন্য এবং স্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণের জন্য বাংলাদেশ পুলিশের আনুকুল্যে জমি দান করে তার দলিল বাবুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। জমি বুঝে নিতে গেল সোমবার বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেত্বতে পুলিশ জমিতে সাইনবোর্ড স্থাপন করেছেন ও সীমানা প্রাচীর দিয়ে জমি বুঝে নেন। এ সময় স্থানীয় এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ পুলিশ ফাঁড়ির মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো আরো সহজ হবে এবং পুলিশ ও জনগণের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন হবে। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, স্থানীয় এলাকার ওরিয়েন্টাল গ্রুপের স্বত্বাধিকারী জনাব এস আলম তার পৈতৃক জমি থেকে ২৮ শতাংশ জমি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও বিট পুলিশিং এর কার্যালয়ের জন্য বাংলাদেশ পুলিশের অনুকূলে দান করেন যা আমরা বুঝে নিয়েছি। অচিরেই সেখানে পুলিশ ফাড়ির জন্য ভবন নির্মাণ করা হবেসম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।