প্রচ্ছদ » পিরোজপুর, মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় ও পাগড়ী প্রদান
২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার ৪:২৬:৪৮ অপরাহ্ন
মঠবাড়িয়ায় মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় ও পাগড়ী প্রদান
ইসমাইল হোসেন হাওলাদার,মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার বেতমোরে দারুল আরকাম হিফজুল কুরআন মাদ্রাসা ও বেতমোর আব্দুল মজিদ এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ। এতিমখানার সহ-সভাপতি মোঃ ইউনুছ নেগাহবান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, গ্লোবাল এইড ট্রাস্ট (ইউকে) এর কান্ট্রি ম্যানেজার কামরুজ্জামান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক হাফেজ সা’আদ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে বর্ষসেরা শিক্ষক হাফেজ বেল্লাল শিকদার ক্রেস্ট প্রদান করা হয়। দুই জন হাফেজকে পাগড়ী পড়িয়ে দেয়া হয়। দারুল আরকাম হিফজুল কুরআন মাদ্রাসা ও বেতমোর আব্দুল মজিদ এতিমখানার প্রতিষ্ঠা ডাঃ জিয়াউল হক নেগাহবান এর ব্যক্তিগত তহবিল থেকে চারজন হাফেজকে ৫ হাজার টাকা করে পুরষ্কার প্রদান করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চরফ্যাশনে ১২কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক ম্যানেজার রেজাউলের বিরুদ্ধে
ভোলায় ৫২০ গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধান মন্ত্রীর উপহার