ঝালকাঠির রাজাপুরে কৃষি পূনর্বাসন কর্মসূচি রবি মৌসুমে ফসল চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান উপস্থিত থেকে ২শত জন প্রান্তিক চাষীদের প্রত্যেককে ৮ কেজি খেসারী বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা মÐল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী খান, উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুর, সহকারি কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম প্রমূখ। উল্লেখ্য পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ১৫শত জন প্রান্তিক চাষীদের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, খেসারী, চিনাবাদম, মসুর, টমেটো, মরিচ এর বীচসহ সার বিতরণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চরফ্যাশনে ১২কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক ম্যানেজার রেজাউলের বিরুদ্ধে
ভোলায় ৫২০ গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধান মন্ত্রীর উপহার