বাংলাদেশে বিদ্যুৎখাতে অবস্মরণীয় উন্নয়ন হয়েছে–এম,পি শাওন
অচিন্ত্য মজুমদার, ভোলা।।
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের সময়ে দেশের বিদ্যুৎখাতে অবস্মরণীয় উন্নয়ন হয়েছে। এক সময়ের অন্ধকারের জনপদ এখন বিদ্যুতের আলোয় আলোকিত। প্রত্যান্ত অঞ্চলের সকল ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরাঞ্চলেও বিদ্যুৎ সুবিধা দেয়া হচ্ছে।
আজ সোমবার দুপুরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে লালমোহন বিদ্যুতের জোনাল অফিসের ভবন উদ্বোধন শেষে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় এমপি শাওন এসব কথা বলেন।
তিনি বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নত বিশ্বে মডেল হিসাবে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সততা, ন্যায়, নিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনার দক্ষতা সারা বিশ্বে প্রশংসার দাবীদার। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ দীর্ঘদিন পিছিয়ে ছিল। এ খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে তার প্রস্তাবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সে সময় বিরোধী পক্ষ ডিজিটাল বাংলাদেশ নিয়ে নানা কটাক্ষ, সমালোচনা করলেও আজ তথ্য ও প্রযুক্তিগত সুবিধা মানুষের হাতের মুঠোয়। দ্রুত ডিজিটাল প্রযুক্তির প্রসারে এগিয়ে থাকা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে।
পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম শাহীন আহসানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ, উপজেলা নিবার্হী কর্মকতা আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো, রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরও অনেকে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভ্যাকসিন নিলেন শেখ রেহানা
দেশের যে কোন পরিবর্তনে যুব সমাজের ভূমিকা অগ্রগামী: পীর সাহেব চরমোনাই
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার