রিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীর চরে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার দায়ে ১৪ জনকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।
এর আগে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ওই ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, হিজলার চর দুর্গাপুর লঞ্চঘাটের পূর্ব পাশে জেগে ওঠা চরে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে আসছিল একটি চক্র। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১টি ট্রলারসহ ১৪ জনকে চরের মাটি কাটা অবস্থায় আটক করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)