AmaderBarisal.com Logo

মেঘনা নদীর চরের মাটি কাটায় ১৪ জনকে কারাদণ্ড


আমাদেরবরিশাল.কম

৫ ডিসেম্বর ২০২০ শনিবার ২:১৪:৩৩ পূর্বাহ্ন

হিজলা উপজেলা প্রতিনিধিঃ

রিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীর চরে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার দায়ে ১৪ জনকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।

এর আগে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ওই ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, হিজলার চর দুর্গাপুর লঞ্চঘাটের পূর্ব পাশে জেগে ওঠা চরে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে আসছিল একটি চক্র। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১টি ট্রলারসহ ১৪ জনকে চরের মাটি কাটা অবস্থায় আটক করা হয়।সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।