প্রচ্ছদ » বরিশাল, হিজলা » হিজলায় আন্তর্জাতিক নারি নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
১২ ডিসেম্বর ২০২০ শনিবার ১:৫৭:২৭ পূর্বাহ্ন
হিজলায় আন্তর্জাতিক নারি নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
সাইফুল ইসলাম,হিজলা প্রতিনিধিঃ
“জয়িতার অন্বেশনে বাংলাদেশ” বেগম রোকেয়া শাখাওয়াতকে স্মরণ করতে ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক নারি প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয় হিজলায়। হিজলা উপজেলা প্রশাসন সরকারি ভাবে এ দিন টি যথযোগ্য মর্যাদায় পালন করেন। বেগম রোকেয়ার কর্মজীবন ও নানা দিক নিয়ে আলোচনা হয় সেখানে। উপজেলা পর্যায় ৫টি বিষয়ে রোকেয়া পদকে ভুষিত হয় ৫ নারি। হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইষ চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য শফিকুল ইসলাম, সহ অধ্যাপক তপন শিকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান সাসির উদ্দিন হাওলাদার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জয়িতা, সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোকজন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান মোঃ শামিম পারভেজ। অনুষ্ঠান টি সঞ্চালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার কারিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে জয়িতাদেও হাতে ক্রেষ্ট এবং সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)