আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্থানে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় সোবাহান মোল্লা (৬৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
জানাগেছে, উপজেলার ঘটখালী গ্রামের বৃদ্ধ সোবাহান মোল্লা ফজরের নামাজ শেষে পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তারবাড়ী নামক স্থানে হাঁটতে ছিল। ঢাকা- কুয়াকাটাগামী একটি পরিবহন বাস বৃদ্ধ সোবাহান মোল্লা (৬৮) কে ধাক্কা দিলে সড়কে সিটকে পরে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। বাসটি দ্রæত পালিয়ে যাওয়ায় নাম শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে স্বজনদের দাবীর পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, স্বজনদের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তন্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভ্যাকসিন নিলেন শেখ রেহানা
দেশের যে কোন পরিবর্তনে যুব সমাজের ভূমিকা অগ্রগামী: পীর সাহেব চরমোনাই
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার