প্রচ্ছদ » আমতলী, বরগুনা » আমতলী সংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সভাপতি জসিম উদ্দিন সিকদার, জয়নুল সম্পাদক নির্বাচিত
২৬ ডিসেম্বর ২০২০ শনিবার ৫:১৮:৫৪ অপরাহ্ন
আমতলী সংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সভাপতি জসিম উদ্দিন সিকদার, জয়নুল সম্পাদক নির্বাচিত
জাকির হোসেন,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। মোঃ জসিম উদ্দিন সিকদার সভাপতি ও মোঃ জয়নুল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। সাগর সৈকত কুয়াকাটার কানসাই ইন হোটেলের হল রুমে শুক্রবার রাতে এ কমিটি গঠন করা হয়।
আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার পরিতোষ কর্মকারের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। এতে একক প্রার্থী হিসেবে মোঃ জসিম উদ্দিন সিকদার (যুগান্তর) সভাপতি ও মোঃ জয়নুল আবেদীনকে (নয়াদিগন্ত) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন (তারা টিভি) ও মোঃ ফয়সাল বারী (জনতা), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উদ্দিন (প্রথম আলো) ও মোঃ আরিফ হোসেন ফসল (ইত্তেফাক), অর্থ সম্পাদক এইচ এম কাওসার মাদবর (ঢাকা প্রতিদিন), দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মোমেন নিজাম (খবরপত্র), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (বরিশাল বার্তা),সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব বিশ্বাস টিটু (হিরন্ময়), ক্রীড়া সম্পাদক মোঃ হাইরাজ মাঝি (অবজারভার)।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন মোঃ নাসির উদ্দিন ও মোঃ হোসাইন আলী কাজী (জনকন্ঠ)। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে জমিসহ ঘরের কাগজ পেয়ে খুশী ১০০৯ পরিবার
চরফ্যাশনে ১২কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক ম্যানেজার রেজাউলের বিরুদ্ধে
ভোলায় ৫২০ গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধান মন্ত্রীর উপহার