ঝালকাঠির কাঁঠালিয়ায় কোভিটকালীণ নারীর প্রতি সহিংসতা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজনে উপজেলা সদরের বিষখালী ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজন উপজেলা শাখার সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো.আবদুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফাতেমা খানম। বিশেষ অতিথি ছিলেন দি- হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের সাংবাদিক কো- অডিনেটর ফারুক হোসেন খান, জেলা পরিষদ সদস্য, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও এ্যাম্বেসেডর শাখাওয়াত হোসেন অপু ও দি-হাঙ্গার প্রজেক্ট বরিশাল অঞ্চলের ফিল্ড কো- অডিনেটর মো.মোজাম্মেল হক।
বক্তব্য রাখেন পিএফজি এ্যাম্বেসেডর মো.নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি পিএফজি সদস্য মিজানুর রহমান সোহাগ, আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান, মাস্টার মো. হাবিবুর রহমান, প্রেস ক্লাবের মহিলা সম্পাদিকা নারী নেত্রী ইসরাত জাহান রুমা, পিএফজি সদস্য মোশারফ হোসেন, সাবেক সেনা কর্মকর্তা মো.খলিলুর রহমান, আরডিএফ অফিসার কাকলী আক্তার, ইয়ুথ লিডার তাসলিম আহম্মেদ তুর্য, সাদিয়া আক্তার ও সাদিয়া জাহান প্রমূখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)