নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে চালু হলো ‘ইউরো বাংলা টিভি’। অর্থাৎ ২০২১ সালের জানুয়ারির ১ তারিখ থেকে এটি দেশে দেখা যাচ্ছে। ইউরোপ প্রবাসী বাঙালী কমিউনিটিদের দ্বারা পরিচালিত এই চ্যানেলটি ইতিমধ্যেই ইউরোপে সম্প্রচার শুরু করেছে এবং সেখানে বসবাসরত বাঙালিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
শুক্রবার ১ জানুয়ারি রাজধনীতে ইউরো বাংলা টিভি’র বাংলাদেশ স্টুডিও এবং সম্প্রচার উদ্বোধন করেন চ্যানেলটির চেয়ারম্যান বড়ুয়া মনোজিত ধীমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরো বাংলা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক রাশেদ খান, পরিচালক সানি চৌধুরী, জাকারিয়া হোসেন, বেলাল আহমেদ, হুমায়ন এবং ইউরো বাংলা টিভির কলাকুশলী, বিভিন্ন অঙ্গনের তারকারা ও বিশিষ্ট নাগরিকরা।
ইউরো বাংলা টিভি ইউটেলসেট ৭০ বি ৭০ ডিগ্রী কেইউ ব্যান্ড (ফ্রি টু এয়ার) স্যাটেলাইটে অনুষ্ঠান সম্প্রচার করছে । এছাড়াও নিজস্ব ওয়েবসাইট, আইপি টিভি বক্স, মোবাইল অ্যাপ এবং ক্যাবল নের্টওয়ার্ক সার্ভিসের মাধ্যমে চ্যানেলটি দেখা যায় ।
ইউরো বাংলা টিভি কতৃপক্ষ জানান, ইউরো বাংলা টিভির অনুষ্ঠানমালায় দেশ-বিদেশের সর্বশেষ সংবাদের পাশাপাশি থাকবে টকশো, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, বিনোদন সংবাদসহ বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত মূলধারার নানা অনুষ্ঠান।
হারুন মেহেদীর উপস্থাপনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী নিলা চৌধুরী, জাকারিয়া হোসেন প্রমূখ । অনুষ্ঠানটি ইউরো বাংলা টিভি’তে সরাসরি প্রচারিত হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাংলাদেশে ইউরো বাংলা টিভি’র সম্প্রচার শুরু
বাংলাদেশে সম্প্রচারে আসছে ইউরো বাংলা টিভি
মুক্তি পাচ্ছে তানজিন তিশা অভিনীত প্রথম ওয়েব সিরিজ
‘সর্বকালের সেরা’ বন্ড স্যার শন কনারি আর নেই
যাত্রা শুরু করলো ‘আইপিডিসি আমাদের গান’
শেখ হাসিনার জন্মদিনে টেলিভিশন পর্দায় ‘হাসিনা: এ ডটারস টেল’
দুবাইয়ে নারী পাচারের অভিযোগে কোরিওগ্রাফার ইভান গ্রেফতার