ভোলার চরফ্যাশন উপজেলায় অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মো: এরশাদ আলী (৫২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে চরফ্যাশন-দক্ষিন আইচা সড়কের কাসেমগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক উপজেলার দক্ষিণ এওয়াজপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এতে আহত হয়েছেন আরো চারজন। তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, এরশাদসহ চারজন দুপুর ৩ টার দিকে কাসেমগঞ্জ বাজার থেকে অটো রিকশায় করে চরফ্যাশনের দিকে আসছিলেন।এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এরশাদ আলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ট্রলিসহ এর চালককে আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে জমিসহ ঘরের কাগজ পেয়ে খুশী ১০০৯ পরিবার
চরফ্যাশনে ১২কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক ম্যানেজার রেজাউলের বিরুদ্ধে
ভোলায় ৫২০ গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধান মন্ত্রীর উপহার