প্রচ্ছদ » চরফ্যাশন, ভোলা » চার বছর ধরে কার্ড পেয়েও ভাতা পাচ্ছেনা প্রতিবন্ধী কিশোরী
১৩ জানুয়ারী ২০২১ বুধবার ৬:২১:৪২ অপরাহ্ন
চার বছর ধরে কার্ড পেয়েও ভাতা পাচ্ছেনা প্রতিবন্ধী কিশোরী
অচিন্ত্য মজুমদার, ভোলা ॥
ভোলার চরফ্যাসনে প্রতিবন্ধী কার্ড পেলেও চার বছর ধরে প্রতিবন্ধী ভাতার তালিকায় নাম উঠেনি তানজু বেগম নামে এক কিশোরীর।উপজেলার দুলাহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জেলে মোঃ হারুনের প্রতিবন্ধী মেয়ে তানজুর পরিবারের অভিযোগ খরচের টাকা দিতে না পারায় মিলছেনা ভাতা। প্রতিবন্ধী ভাতা পাওয়ার আশায় এলাকার গণ্যমান্য মানুষদের কাছ থেকে শুরু করে চেয়ারম্যান, মেম্বাররের কাছে একাধিকবার গেলেও তারা কোন সহযোগিতা করেননি। অদ্যাবদি ওই কিশোরীর ভাগ্যে জোটেনি ভাতার টাকা।
তানজুর মা সালমা বেগম জানান, প্রতিবন্ধী এক মেয়েসহ তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছে তাদের পরিবার। তানজুর বাবা মোঃ হারুন পেশায় একজন জেলে। তার কন্যা জন্মের পর থেকে হাত পা একেবারেই অচল।অভাব অনটনের সংসারে প্রতিবন্ধী মেয়ের চিকিৎসার পিছনে অনেক টাকা ব্যায় করেও কোন লাভ হয়নি। চিকিৎসার খরচ জোগাতে ভিটে বাড়ি হারিয়ে তাদের পরিবার এখন নিঃস্ব। কিডনিতে সমস্যা থাকায় স্বামী হারুন মাঝি তেমন একটা কাজ করতে পারেন না। পেশায় জেলে হয়েও তার ভাগ্যে জোটেনি জেলে কার্ড। স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের কছে ধরনা ধরে মেয়ের নামে একটি প্রতিবন্ধী কার্ড করিয়েছেন। কিন্তু গত চার বছরে ধরে মেলেনি প্রতিবন্ধী ভাতা।
সালমা বেগম বলেন, আমার প্রতিবন্ধী মেয়ে এখন বড় হয়েছে। মেয়েকে এক যায়গা থেকে অন্য যায়গায় নিতে পারিনা। মেয়েটির জন্য যদি একটা হুইল চেয়া পেতাম, তাহলে খুবই ভালো হতো।
স্থানীয় ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন জানান, আমার কাছে প্রতিবন্ধী মেয়েটির পরিবারের কেউ এখনো পর্যন্ত আসেনি। আসলে ভাতার ব্যবস্থা করে দেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, মেয়েটি প্রতিবন্ধী ভাতা পাওয়ার উপযোগী। তার প্রতিবন্ধী ভাতা পাওয়ার ব্যবস্থা করা হবে।
ভোলা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, বরাদ্দের সীমাবন্ধতার কারণে অনেকেই ভাতা থেকে বঞ্চিত হয়েছে। গত বছর থেকে নতুন করে বর্ধিত আকারে বরাদ্দ দেয়া হয়েছে। তানজু বেগমসহ প্রকৃত প্রতিবন্ধীরা এবছর থেকে ভাতার আওতায় আসবেন।যারা ভাতা বঞ্চিত তারা পূর্বের কার্ড নিয়ে সমাজ সেবা কার্যালয়ে আসলে ভাতার ব্যবস্থা করে দেয়া হবে বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে জমিসহ ঘরের কাগজ পেয়ে খুশী ১০০৯ পরিবার
চরফ্যাশনে ১২কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক ম্যানেজার রেজাউলের বিরুদ্ধে
ভোলায় ৫২০ গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধান মন্ত্রীর উপহার