প্রচ্ছদ » উজিরপুর, বরিশাল » সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই-অ্যাড তালুকদার ইউনুস
১৪ জানুয়ারী ২০২১ বৃহস্পতিবার ২:০৫:০৬ পূর্বাহ্ন
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই-অ্যাড তালুকদার ইউনুস
উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-১,২ নং আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার ক্রিড়াবান্ধব সরকার। কেননা এই সরকার ধারাবাহিক ভাবে সরকার গঠন করায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গানেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে স্টেডিয়াম নির্মাণ, উন্নত খেলাধুলা সামগ্রী বিতরণ সহ খেলাধুলার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা থাকলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং চিরতরে নির্মূল হয়ে যাবে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই।
বুধবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় উজিরপুর উপজেলার হারতা বাজারের দক্ষিণপাড় এলাকায় আয়োজিত হারতা ডে নাইট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হারতা ডে নাইট ক্রিকেট টূর্নামেন্ট কমিটির আহ্বায়ক কমল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি,উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হরেন রায়, হারতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বিশ্বাস হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল চন্দ মল্লিক ও উজিরপুর উপজেলা বঙ্গবন্ধু জোটের সাধারণ সম্পাদক মিন্টু লাল মজুমদার প্রমুখ।
এসময়ে হারতা ডে নাইট ক্রিকেট টূর্নামেন্ট কমিটির সদস্য সচিব পঙ্কজ পান্ডের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, জেলা পরিষদ সদস্য উর্মিলা বাড়ৈ, ওটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, বরাকোটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড শহীদুল ইসলাম মৃধা, সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল বাশার লিটন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ শিপন মোল্লা সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হারতা ডে নাইট ক্রিকেট টূর্নামেন্টে দক্ষিণ হারতা কিং স্টার বনাম গঙ্গামনি স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে জমিসহ ঘরের কাগজ পেয়ে খুশী ১০০৯ পরিবার
চরফ্যাশনে ১২কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক ম্যানেজার রেজাউলের বিরুদ্ধে
ভোলায় ৫২০ গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধান মন্ত্রীর উপহার