প্রচ্ছদ » গৌরনদী, বরিশাল » গৌরনদী পৌরসভা কে উন্নয়নের মডেল হিসেবে গড়তে নৌকা বিজয়ের বিকল্প নেই- তালুকদার মোঃ ইউনুস
১৪ জানুয়ারী ২০২১ বৃহস্পতিবার ৭:২৫:১২ অপরাহ্ন
গৌরনদী পৌরসভা কে উন্নয়নের মডেল হিসেবে গড়তে নৌকা বিজয়ের বিকল্প নেই- তালুকদার মোঃ ইউনুস
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-১,২ নং আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভােকেট তালুকদার মােঃ ইউনুস বলেছেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় আসার কারণেই দেশে সমানতালে উন্নয়ন হচ্ছে।দেশে পদ্মা সেতুর মতো বড় বড় অবকাঠামো বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই দেশের সুষম ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে বিজয়ের কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরাে শক্তিশালী করতে সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করতে হবে। পাশাপাশি গৌরনদী পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ জানুয়ারি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ভোট কেন্দ্রে সকলে উৎসব মূখর পরিবেশে উপস্থিত হয়ে গৌরনদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমান কে নৌকা মার্কায় বিপুল ভােট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
বৃহস্পতিবার( ১৪ জানুয়ারি )বিকেলে গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টরকী বন্দর এলাকায় গৌরনদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃহারিছুর রহমানের নৌকা মার্কা সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুলবুল দেওয়ানের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন,গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন,উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু,পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি,গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী এবং সকলের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গৌরনদী পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃহারিছুর রহমান সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় উজিরপুর,বানারীপাড়া,আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ,স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)