পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় বুধবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে রাসেল রাড়ী (১৮) নামের এক কর্মীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের সাথে সাবেক চেয়ারম্যান নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাসের এলঅকায় আধিপত্যকে বিস্তার করে বিরোধ চলে আসছে। বুধবার বিকালে নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় সাংসদ সাবেক চিফ হুইপ আসম ফিরোজ প্রধান অতিথী থেকে ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলন হয়। সম্মেলন শেষে কামাল বিশ্বাসের কয়েক কর্মী বাড়ি ফেরার পথে লাি ত হয় চেয়ারম্যান শাহাজাদা হাওলাদারের কর্মীদের হাতে। এ ঘটনার জেরে ওই দিনই রাত ৮ টার দিকে নওমালা বাজারে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁেধ। ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ছোড়া ইটের আঘাতে রাসেল (১৮), কবির (৩৫), রহমান রাড়ী (৩৫)সহ কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)