মঠবাড়িয়ায় গত এক বছরে অর্ধ শতাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার
ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া :
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গত এক বছরে (২০২০) উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫৯ জন আসামী গ্রেপ্তার করেছে। এসব ঘটনায় পুলিশ বাদি হয়ে ৫০ টি মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানাগেছে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মঠবাড়িয়া থানায় ৫০ টি নিয়মিত মাদক মামলা হয়েছে। এছাড়া থানায় দায়ের হওয়া এজাহারীয় পলাতক মাদক মামলার ১০ আসামী ও আদালতে দায়ের হওয়া সি.আর মামলার সাজাপ্রাপ্ত মাদক মামলার ১২ আসামী গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য মঠবাড়িয়া থানার এসআই শাহানাজ পারভীন পৌর শহরের ৩নং ওয়ার্ড (ওয়াপদা স্লুইজগেট) এলাকা থেকে মাদক ব্যবসায়ী পরিবারের মা-মেয়েকে ১৩‘শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫৯ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিগত বছরের মতো চলতি বছরেও এ অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)