পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা বিরোধের জের ধরে প্রায় ৯০ বছরের এক বৃদ্ধসহ একই পরিবারের তিন জনকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় জনগণের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার উত্তর মানিকখালী গ্রামের বৃদ্ধ করিম খা ও তার মামাতো ভাই নাসির হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত বুধবার নাসির হাওলাদার ওই বৃদ্ধ ও তার দুই পুত্রসহ ৬ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় দিন দুপুরে বসত ঘরে হামলা, ভাংচুর ও জমির ধান কর্তন করিয়া নিয়ে যাওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। কিন্তু সরেজমিনে বসত ঘরে হামলা ও ভাংচুর কোন সত্যতা পাওয়া যায়নি।
বৃদ্ধ করিম খা জানান, উপজেলার আমড়াগাছিয়া হোগলপাতি মৌজার ২৪৯নং খতিয়ানে ৭০২৪ ও ৭০২৭ নং দাগে ওয়ারিশ সূত্রে তিনি ৪৬ শতাংশ জমির মালিক এবং উক্ত জমি বর্তমান চলমান বিএস জরিপে তার নামে রেকর্ড হয়। তিনি রেকর্ডীয় জমিতে চলতি বছর আমন ধান রোপন করেন।
কিন্তু প্রতিপক্ষ নাসির হাওলাদার উক্ত জমির ধান অবৈধভাবে নেয়ার জন্য তাকেসহ তার পরিবারের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
স্থানীয় ইউ,পি সদস্য মোঃ নূরুল হক জানান, উভয় পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলমান। কিন্তু নাসিরের বসত ঘরে হামলা ও ভাচুরের ঘটনা সত্য নয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই, জিন্নাত আলী জানান, মামলাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিদেশী শত্রু দমনে ১৭৯৮ সালে ‘এক্ম-ওয়াই-জেড’ ফর্মুলার জন্ম!
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা
উন্নয়নশীল দেশে উত্তরণের দুর্দান্ত অর্জন উদযাপন: ৭ মার্চ সব থানায় একযোগে ‘আনন্দ আয়োজন’
বানারীপাড়ায় গ্রামে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে ‘গ্রাম আদালত’
আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও পদত্যাগী চেয়ারম্যান মিন্টুর ভিজিডির চাল বিতরণ নিয়ে প্রশ্ন !