প্রচ্ছদ » ভোলা, লালমোহন » ভোলায় জমি বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
১৬ জানুয়ারী ২০২১ শনিবার ৫:৫৬:০৫ অপরাহ্ন
ভোলায় জমি বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
অচিন্ত্য মজুমদার, ভোলা ॥
ভোলার লালমোহনে জমি বিরধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী আরিন্দা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের সিকদারহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী একই এলাকার মৃত গফুর আলী আরিন্দার ছেলে। এঘটনায় নিহতের ছেলে শাহে আলম ও পুত্রবধূ মমতাজসহ ৪ জন আহত হয়।
স্থানীয়রা জানান, নিহত ইউসুফ আলীর সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশিদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। শনিবার দুপুরের দিকে বাড়ির দক্ষিণ পাশে ফসলী জমির বেড়া দেয়া নিয়ে পাশ্ববর্তী বাড়ির আজাহার, ছিটু, ইব্রাহিম, শহিদুল ও জাকির আল ইসলামদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ইউসুফ আলীর উপর হামলা চালালে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে বাড়িতে নিলে সেখানে তিনি মারা যান। এছাড়া নিহতের ছেলে শাহে আলম ও পুত্রবধূ মমতাজসহ ৪ জন আহত হয়।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে ও ৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলার দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিদেশী শত্রু দমনে ১৭৯৮ সালে ‘এক্ম-ওয়াই-জেড’ ফর্মুলার জন্ম!
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা
উন্নয়নশীল দেশে উত্তরণের দুর্দান্ত অর্জন উদযাপন: ৭ মার্চ সব থানায় একযোগে ‘আনন্দ আয়োজন’
বানারীপাড়ায় গ্রামে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে ‘গ্রাম আদালত’
আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও পদত্যাগী চেয়ারম্যান মিন্টুর ভিজিডির চাল বিতরণ নিয়ে প্রশ্ন !