বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রতাপ মধু (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আমবৌলা স্লুইস গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রতাপ আমবৌলা গ্রামের প্রশান্ত মধুর ছেলে ও বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কুমুদ ঢালীর ছেলে তুষার ঢালী (১৩) মোটরসাইকেলে তার অপর দুই বন্ধু একই গ্রামের প্রতাপ মধু (১২) ও সুকান্ত হালদারকে (১১) নিয়ে স্লুইস গেট সংলগ্ন এলাকা অতিক্রমকালে পথচারীদের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। এসময় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুসহ পথচারী ছাদিয়া আক্তার ও তার কোলে থাকা নিকটাত্মীয় ছয় মাসের ফারিয়া খানম গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রতাপ মধুকে মৃত ঘোষণা করেন। আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিদেশী শত্রু দমনে ১৭৯৮ সালে ‘এক্ম-ওয়াই-জেড’ ফর্মুলার জন্ম!
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা
উন্নয়নশীল দেশে উত্তরণের দুর্দান্ত অর্জন উদযাপন: ৭ মার্চ সব থানায় একযোগে ‘আনন্দ আয়োজন’
বানারীপাড়ায় গ্রামে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে ‘গ্রাম আদালত’
আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও পদত্যাগী চেয়ারম্যান মিন্টুর ভিজিডির চাল বিতরণ নিয়ে প্রশ্ন !