গরু নিয়ে শশুর বাড়ি যাওয়ার সময় ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে চোর অপবাদ দিয়ে দঁড়ি দিয়ে বেঁধে ইয়ামিন কাজী (৩২) নামে এক মুদি ব্যবসায়ীকে নির্যাতন করার ঘটনা ঘটেছে।
রবিবার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে আশংঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ইয়ামিন কাজী একই উপজেলার দেউলা কাজি বাড়ীর শহীদুল হক কাজীর ছেলে। এদিকে এঘটনায় চার দিন পর বোরহানউদ্দিন থানায় মামলা হলে পুলিশ এর সাথে জড়িত আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ব্যবসায়ী ইয়ামিন বাড়ী থেকে অটোরিক্সায় করে ২টি গরু নিয়ে তার শ্বশুর ছিদ্দিক মাতাব্বরের বাড়ীতে রওয়া হয়। পথে শান্তির হাট বাজারের পূর্বপাশে পদ্মা ব্রিক্স এর সামনে স্থানীয় ২০/২৫ জন লোক অটোরিকশার এর গতিরোধ করে। এবং তারা গাড়ীতে থাকা গরু ২টি নিয়ে যেতে টানা টানি শুরু করেন। এসময় ইয়ামিন গরু দিতে অস্বীকৃতি জানালে, তাকে গরু চোর অপবাদ দিয়ে গরুর রশি দিয়ে বেধেঁ অমানবিক নির্যাতন চালায়। পরে তাকে আশঙ্কাজসক অবস্থায় বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে।
এ ঘটনার চার দিন পর শুক্রবার রাতে ওই ব্যবসায়ীর বাবা শহীদুল হক কাজী বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলাটি মামলা দায়ের করেন। পুলিশ আলম নামে ওই মামলার এক আসাম কে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, তার ছেলের অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় শুক্রবার সকালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে ৷ সে এখন বাংলাদেশ মেডিকেল আশংঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে ৷ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ জানান,
বারহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় জড়িত আলম নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিদেশী শত্রু দমনে ১৭৯৮ সালে ‘এক্ম-ওয়াই-জেড’ ফর্মুলার জন্ম!
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা
উন্নয়নশীল দেশে উত্তরণের দুর্দান্ত অর্জন উদযাপন: ৭ মার্চ সব থানায় একযোগে ‘আনন্দ আয়োজন’
বানারীপাড়ায় গ্রামে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে ‘গ্রাম আদালত’
আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও পদত্যাগী চেয়ারম্যান মিন্টুর ভিজিডির চাল বিতরণ নিয়ে প্রশ্ন !