প্রচ্ছদ » আগৈলঝাড়া, বরিশাল » আগৈলঝাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ও নারী নির্যাতন মামলার আসামীসহ গ্রেফতার ৪
১৭ জানুয়ারী ২০২১ রবিবার ৮:২২:২৭ অপরাহ্ন
আগৈলঝাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ও নারী নির্যাতন মামলার আসামীসহ গ্রেফতার ৪
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী, নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে।
থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী পূর্ব বাগধা গ্রামের মৃত মুজাফ্ধসঢ়;ফর মিয়ার ছেলে আল আমীন মিয়াকে (৩৫) এএসআই ইয়ার হোসেন গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আল আমীন উজিরপুর থানার জিআর ২৩৮/১৮ মাদক মামলায় ১৩মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। ওই রাতে পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মোঃ ইসহাক সরদারের ছেলে নিজাম সরদারকে এএসআই খায়রুল গ্রেফতার করেন।
এদিকে শনিবার সকালে জিআর ৪১/১৩ মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাশাইল গ্রামের সামসুল হক মোল্লার ছেলে সেলিম মোল্লা ও তার ভাই হানিফ মোল্লাকে এসআই মিজানুর রহমান ও এএসআই রাসেল গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত আল আমীনকে শনিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ও অন্যান্যদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিদেশী শত্রু দমনে ১৭৯৮ সালে ‘এক্ম-ওয়াই-জেড’ ফর্মুলার জন্ম!
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা
উন্নয়নশীল দেশে উত্তরণের দুর্দান্ত অর্জন উদযাপন: ৭ মার্চ সব থানায় একযোগে ‘আনন্দ আয়োজন’
বানারীপাড়ায় গ্রামে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে ‘গ্রাম আদালত’
আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও পদত্যাগী চেয়ারম্যান মিন্টুর ভিজিডির চাল বিতরণ নিয়ে প্রশ্ন !