আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অপূর্ব লাল সরকারের বড় ভাই অধীর কুমার সরকার আর নেই
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের আগৈলঝাড়া প্রতিনিধি অপূর্ব লাল সরকারের বড় ভাই অধীর কুমার সরকার (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার ভোর ৫:৪০মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলে, নাতি- নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
আগৈলঝাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ অধীর সরকারের আত্মার শান্তি কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক |