বরিশালে কারাবন্দীর মৃত্যু
বরিশাল , ০৮ সেপ্টেম্বর (নিজস্ব প্রতিবেদক, আমাদের বরিশাল ডটকম) :: বরিশাল কেন্দ্রীয় কারাগারে শুক্রবার রাতে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজনসেলে চিকিৎসাধীন অবস্থায় মানিক শেখ (২৬) নামের ওই কয়দীর মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। সে বানারীপাড়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা সোহরাব শেখের ছেলে।
জানাগেছে, বুধবার বিকেলে জ্বরে আক্রান্ত হয়ে সে কারা হাসাপতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয় মানিক শেখ। শুক্রবার বিকেল শারীরিক অবস্থার অবনতি হলে শেবাচিম হাসপতালে ভর্তি করা হয়। রাত ৯ টায় তার মৃত্যু হয়।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ছায়েম বলেন, মানিক শেখ কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলো। বানারীপাড়া থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার আসামী হিসেবে ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর তাকে কারাগারে প্রেরন করেন আদালত।
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/নিপ্র/মচপ)
সম্পাদনা: বরিশাল ডেস্ক |