আগৈলঝাড়ায় ধৃত মাছ চোরের হামলায় শিক্ষকসহ গুরুতর আহত ৩
আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় ঘের থেকে মাছ চুরিকালে ধৃত চোরের হামলায় শিক্ষকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। থানায় মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আহত ও এলাকা সূত্রে জানাগেছে, শনিবার রাতে আগৈলঝাড়া উপজেলার আহুতি বাটরা গ্রামে স্কুল শিক্ষক অপূর্ব লাল বালার চিংড়ি, ঘেরে জাল নিয়ে ঐ এলাকার বহু অভিযোগে অভিযুক্ত রনজিৎ হালদারের পুত্র রথিন হালদার, তার সহযোগী কানাই হালদারের পুত্র দূর্জ হালদারসহ ৪-৫ জন মাছ ধরতে যায়। ঐসময় ঘের মালিক স্কুল শিক্ষক টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে রথিন হালদারকে হাতে নাতে ধরে তার অভিভাবকের কাছে নিয়ে যায়। রথিন তার সঙ্গী দুর্জয়সহ রথিনের পরিবারের ৭-৮ জন মিলে শিক্ষক অপূর্ব লাল বালা (৫০) কে মারধর আহত করে। অপূর্বর চিৎকার শুরে পাশে তার মামা বাড়ি মামা মনোতোষ হালদার (৬০), মামাতো ভাই মানষ হালদার (৩৩) রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । ঘটনাটি অপূর্ব আগৈলঝাড়া থানায় মামলা দায়েরের অভিযোগ করে। রবিবার আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পোশাকের শোরুমে লুটপাট, আটক ৫
৭ মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী
বরিশালে মুজিববর্ষ উপলক্ষে দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ