Current Bangladesh Time
সোমবার মার্চ ৮, ২০২১ ৫:২০ পূর্বাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » বরিশাল, বাবুগঞ্জ » প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে বাবুগঞ্জে ১১০ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর
২৫ জানুয়ারী ২০২১ সোমবার ২:৩৭:৪০ পূর্বাহ্ন
Print this E-mail this

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে বাবুগঞ্জে ১১০ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর


সাইফুল ইসলাম,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ

‘মুজিব বর্ষ’ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে আবাসন সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে সরকারি কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২৩ জানুয়ারী) শনিবার ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ৬৬ হাজার ১৮৯টি বাড়ি বিতরণ উদ্বোধন করেছেন। এ উদ্বোধনের মধ্যে দিয়ে বরিশালের বাবুগঞ্জে ১৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১১০ টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে ঘরের চাবি হস্তান্তর কাজের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আশ্রায়ণ-২ প্রকল্পের অধীনে বাবুগঞ্জ উপজেলা প্রসাশনের বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদের অডিটরিয়ামে সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম্#৩৯;র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার ১১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তাস্তর করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গৌতম বাড়ৈ।
হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম বলেন, “মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ‘ক’ তালিকাভূক্ত ১৭০ টি পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১১০ টি পরিবারকে সরকারি খাস জমিতে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। তিনি জানান “পরিবার প্রতি ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে কবুলিয়ত সম্পন্ন করে দেওয়া হয়েছে।” ইউএনও বলেন , বাথরুমসহ দুইটি কক্ষ বিশিষ্ট ওই পাকা ঘরে থাকছে রান্নাঘর ও বারান্দা। সুপেয় পানির জন্য রয়েছে টিউবওয়েল; যা একটি ছোট পরিবারের থাকার জন্য যথেষ্ট।
বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল বলেন,বিশ্বে এই প্রথম বারের মতো ভূমিহীন ও গৃহহীন পরিবাগুলোর মধ্যে একই সঙ্গে এই বিপুল সংখ্যক গৃহ হস্তান্তর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকার গৃহহীন মানুষের সমস্যা মোকাবেলায় কীভাবে এগিয়ে যাচ্ছে এটি তার ইঙ্গিত দেয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, বীরপ্রতিক রতন আলী শরীফ, উপজেলা ভূমি মোঃ কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প কর্মকর্তা অয়ন সাহা,উপজেলা আ’লীগের লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান সিকদার,সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন,সাধারণ সম্পাদক মোঃ শাহিন মাহমুদ ,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার ,বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ শাহজাহান খান,সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ,দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান,মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন,জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, কেদারপুর ইউপি
চেয়ারম্যান নূরে আলম বেপারী,চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়াসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশা‌লে পোশা‌কের শোরু‌মে লু‌টপাট, আটক ৫
৭ মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী
বরিশালে মুজিববর্ষ উপলক্ষে দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ
বরিশালে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন
৭ মার্চের ভাষণের প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে কারণে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com