মেহেন্দিগঞ্জে কামাল উদ্দিন ও গৌরনদীতে হারিছ মেয়র নির্বাচিত
বিশেষ প্রতিবেদকঃ
হারিছুর রহমান।।কামাল উদ্দিন খান
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পৌরসভায় মেয়র পদে টানা চতুর্থবার বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কামাল উদ্দিন খান। গৌরনদীতে আওয়ামী লীগের হারিছুর রহমান টানা তৃতীবার নির্বাচিত হয়েছেন।
তৃতীয় ধাপে শনিবার বরিশাল জেলায় দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। মেহেন্দিগঞ্জে কামাল উদ্দিন খান ১০ হাজার ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহাঙ্গীর গাজী পেয়েছেন ২ হাজার ৪৪১ ভোট। বিএনপি’র জিয়াউদ্দিন সুজন পেয়েছেন ২৪২৮ ভোট।
গৌরনদীতে হারিছুর রহমান ২৩ হাজার ২৭২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিএনপি’র জহির সাজ্জাদ হান্নান পেয়েছেন ৬৭৯ ভোট।
একই দলের মনোনয়নে কামাল উদ্দিন টানা চতুর্থবার এবং হারিছুর রহমান টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)