করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রতিষেধকের ২ হাজার ২শ’ ডোজ টিকা পটুয়াখালীর দুমকিতে শনিবার দুপুরে পৌঁছেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন জানান,পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তরের পর এ টিকা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
রবিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হলে প্রথম পর্যায়ে নিবন্ধিত ১হাজার ১শ’জনকে এ টিকা প্রদান করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)