বন্য প্রাণি সংরক্ষণে পটুয়াখালীর বাউফল উপজেলায় গন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার ধানদী ফাযিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী প্রতিষ্ঠান ’সেভ দি বার্ড এ্যান্ড বি’ এর সহযোগিতায় বাংলাদেশের বন্যপ্রাণি সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে, খুলনা বিভাগীয় বন্যপ্রাণি ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই সভার আয়োজন করে।
শিক্ষক মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে সভায় বক্তব্য রাখেন খুলনা বন অধিদপ্তরের মৎস বিশেষজ্ঞ মু. মফিজুর রহমান চৌধুরী, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মো. হারুন-অর-রশিদ খান, সেভ দি বার্ড এ্যান্ড বি’র পরিচালক এমএ বশার, সাংবাদিক অতুল চন্দ্র পাল, মঞ্জুর মোর্শেদ, এবিএম মিজানুর রহমান প্রমূখ।
বক্তরা বন্য প্রাণিদের বাঁচাতে বিভিন্ন বিষয় তুলে ধরে সকলের এগিয়ে আসার আহŸান জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)